বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

রঙ জানাবে ব্যক্তিত্ব!

রঙ জানাবে ব্যক্তিত্ব!

লাইফস্টাইল ডেস্ক:

রঙের দুনিয়ায় রঙের কমতি নেই। তবে সবার কিন্তু এক রং প্রিয় নয়। একেক জনের প্রিয় রং একেক রকম। আর তাই তো আপনার প্রিয় রং আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক গোপন কথা জানিয়ে দেবে। আপনার কী ভালো লাগে, কী ভালো লাগে না, আপনার স্বভাব কেমন- এমন অনেক কথাই জানতে পারবেন। জ্যোতিষ শাস্ত্রেও এ বিষয়ে উল্লেখ আছে। তাহলে জেনে নিন আপনার প্রিয় রং অনুযায়ী আপনার ব্যক্তিত্ব কেমন?

সাদা: যেসব মানুষ সাদা রং পছন্দ করেন, তাদের মন খুব পরিষ্কার হয়। তারা মুখে ও অন্তরে এক হন। তারা শান্তিপ্রিয় হন। কিন্তু সহজে সবার সাথে মিশতে পারেন না, সময় লাগে।

কালো: যারা কালো রং হলেই খুশি। তারা একটুতেই রেগে যান। কোনো রকম পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারেন না। তারা অন্যের সামনে কখনো ঝোঁকেন না। কিন্তু অন্যরা তাদের সম্মান করবে, সেটা আশা করেন।

in-(3).jpg

নীল: নীল রং যারা পছন্দ করেন। তাদের সবচেয়ে বড় গুণ হলো-তারা খুব দায়িত্বশীল। শুধু তা-ই না, সবার সাথে সুন্দর করে মিশতে পারেন। তাদের মধ্যে অধিনায়কত্বের বিশেষ গুণ দেখা যায়।

লাল: যাদের প্রিয় রং লাল, তাদের মধ্যে সব সময় হাসি-খুশি ভাব দেখা যায়। তারা খুব এনার্জেটিক হন। আশপাশের সবাই যেন তাদের খুব খাতির করে। তারা নিজেদের প্রতিটি স্বপ্ন পূরণ করে দেখান। নিজের কাজ মন-প্রাণ দিয়ে করেন। এতেই তাদের আনন্দ।

in-(3).jpg

গোলাপি: গোলাপি রং যাদের প্রিয়, তারা খুব আবেগপ্রবণ হন। এদের মধ্যে রোমান্টিক ভাবও দেখা যায়। তারা খুব ভালো বন্ধু, প্রেমিক বা প্রেমিকা হন। তারা অন্যদের খারাপ স্বভাবের ওপর অতটা মনোযোগ দেন না। যেকোনো সুন্দর জিনিসের প্রতি তাদের আকর্ষণ থাকে।

জাম: খুব কম মানুষই জাম রং পছন্দ করেন। জাম রং যারা পছন্দ করেন, তারা খুব ক্রিয়েটিভ হন। একটি কাজ তারা নানা রকমভাবে করতে পছন্দ করেন। কাউকে নকল করা তাদের একেবারেই পছন্দ নয়।

in-(3).jpg

হলুদ: হলুদ রং যাদের প্রিয়, তারা ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামানোর লোক নন। তারা পেছনে ফেলে আসা ভুল নিয়ে কান্নাকাটি করেন না। এসব ভুলে সামনে এগিয়ে যেতে পছন্দ করেন। যেকোনো পরিস্থিতিতে তারা খুব পজিটিভ থাকেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech