লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর নারীরা সম্মানীত হয়েছেন। নারীদের কর্ম ক্ষমতা বেড়েছে। রাষ্ট্রীয়ভাবেও নারীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। দেশের বিশাল জনগোষ্ঠিকে মানব সম্পদে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। নারীরা এখন ঋণ নিয়ে উদ্যোক্তা হচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে অর্ধ শতাধিক নারী উদ্যোক্তাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
ইউএনও হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী প্রমুখ।