নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে শনিবার এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বোয়ালিয়া বাজারের জনতা বস্ত্রালয়, রিপন হোটেল, অরূন স্টোর্স, বশির স্টোর্সসহ কয়েকটি দোকান থেকে মানহীন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। এ সময় নগদ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
একই সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয়দের মাঝে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া।