মোঃ আবদুর রহমান, ছারছীনা থেকে:
বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ড, ছারছীনা শরীফ এর অধীন অনুষ্ঠিত ইফতা, উলা ও সুওম জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০১৯ইং প্রকাশিত হয়েছে। বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, রেজিস্ট্রার মাওলানা মোঃ রুহুল আমীন ছালেহী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ মাহমুদুল মুনীর হামীম ও উপ-রেজিস্ট্রার মাওঃ মুহাঃ মামুনুল হক সহ বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন দীনিয়া মাদরাসা মুদীরগণের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করেন। প্রকাশিত ফলাফলে ইফতা, উলা ও সুওম জামাতের পাশের হার ১০০%। গত ০৯ জানুয়ারী ২০২০ইং রোজ বৃহস্পতিবার বোর্ডের পৃষ্ঠপোষক ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ্জ হযরত মাওলানা মুহাম্মাদ মোহেব্বুল্লাহ (মা. জি. আ.) ছাহেবের কাছে ফলাফলের কপি পেশ করেন। ফলাফলের কপি সংশ্লিষ্ট মাদরাসাসমূহে ডাক যোগে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ওয়েব সাইট িি.িনপয-নফ.ড়ৎম এ ফলাফল দেখা যাবে।
জামাতে ইফতা সম্মিলিত মেধা তালিকায় ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত যারা রয়েছেন-
১ম স্থান- রোল (৭০১) মুহাম্মদ সালাহ্ উদ্দিন, ২য় স্থান- রোল (৭০৬) মো. বিলাল হোসাইন, ৩য় স্থান- রোল (৭০৫) মুহাম্মদ হাবিবুর রহমান, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, পিরোজপুর।
জামাতে উলা সম্মিলিত মেধা তালিকায় ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত যারা রয়েছেন-
১ম স্থান- রোল (৫০১) মোঃ জুলফিকার আলী, ২য় স্থান- রোল (৫০২) মোঃ ফয়সাল মুস্তাকিম, ৩য় স্থান- রোল (৫০৫) মোঃ মাহবুব বেপারী, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, পিরোজপুর।
জামাতে সুওমসম্মিলিত মেধা তালিকায় ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত যারা রয়েছেন-
১ম স্থান- রোল (৪০১) মোঃ আজিজুর রহমান, ২য় স্থান- রোল (৪০২) মোঃ হাবিবুর রহমান, ৩য় স্থান- রোল (৪১৬) মোঃ আবু সালেহ, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, পিরোজপুর।
উল্লেখ্য যে, বাংলাদেশের অধিকাংশ মাদরাসায় আকীদা, এলমী ও আমলী অবনতির প্রেক্ষিতে ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) ছারছীনা শরীফের পুরাতন মাদরাসার নব নির্মিত ভবনে কাদীম নেছাবের একটি মাদরাসা ১৯৮৫ইং সনে প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ইং সনে উহাকে দীনিয়া নামে বর্তমান হযরত পীর ছাহেব কেবলা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) ব্যাপকতা প্রদান করেন এবং ২০০৫ইং সনে বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ড প্রতিষ্ঠা করেন। শুরু হয় সারা দেশে দীনিয়া নেসাবে মাদরাসা প্রতিষ্ঠার আন্দোলন। এ পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় তিন হাজারেরও বেশী দীনিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। যাতে প্রায় লক্ষাধিক ছাত্র অধ্যয়নরত আছে।###
মোঃ আবদুর রহমান
ছারছীনা সংবাদদাতা
০১৭১৫১০৪৯০১