কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া উপজেলা কমান্ড কাউন্সিল আয়োজিত এ দিবসের আলোচনা সভা সংসদ কমপ্লেক্স ভবনে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামী লীগ নেতা ড. শহীদুল ইসলাম বিশ^াস, মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক হাবিবুল্লাহ রানা, কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদ, শিক্ষার্থী উম্মে সালমা তুবা প্রমুখ। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত।