১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস ও জন্মশত বার্ষিকী ক্ষণগণনা উদযাপন উপলক্ষ্যে আওয়ামীলীগ নেতাকর্মীদের ‘শেখ মুজিব, শেখ মুজিব, জাতির পিতা-শেখ মুজিব স্লোগানে মুখরিত বাউফলের রাজপথ।
বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম- সাধারন সম্পাদক ও পৌর আ’লীগ সভাপতি মো. ইব্রাহিম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, পৌর আ’লীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্চাসেবকলীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম।
এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালীতে উপস্থিত ছিলেন।