বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

শেখ মুজিব, শেখ মুজিব স্লোগানে মুখরিত বাউফল

শেখ মুজিব, শেখ মুজিব স্লোগানে মুখরিত বাউফল

১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস ও জন্মশত বার্ষিকী ক্ষণগণনা উদযাপন উপলক্ষ্যে আওয়ামীলীগ নেতাকর্মীদের ‘শেখ মুজিব, শেখ মুজিব, জাতির পিতা-শেখ মুজিব স্লোগানে মুখরিত বাউফলের রাজপথ।

বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম- সাধারন সম্পাদক ও পৌর আ’লীগ সভাপতি মো. ইব্রাহিম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, পৌর আ’লীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্চাসেবকলীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম।

এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালীতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech