জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উৎসব আয়োজন উপলক্ষ্যে শনিবার (১১জানুয়ারি) সকালে বাউফল উপজেলা পরিষদ চত্বর থেকে ‘আনন্দ শোভাযাত্র’ বের করেন উপজেলা প্রশাসন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা মঞ্চে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন- বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামসুল আলম মিয়া প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।