বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কৃষকদের কাছ থেকে সয়াবিন কিনবে সরকার

কৃষকদের কাছ থেকে সয়াবিন কিনবে সরকার

শামীম আহমেদ:

(বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী বলেছেন, আমরা বাজার থেকে যে সয়াবিন তৈল ক্রয় করছি তা আদো সেই তৈল সয়াবিন কিনা তা আমাদের ভাবতে হবে।

বাজারে যে দামে সয়াবিন বিক্রি হচ্ছে তাতে করে আসল সয়াবিন পাওয়া নিয়ে যথেষ্ট সন্দ্রেহ রয়েছে।( বিনা) এখন আমরা উন্নত মানের সয়াবিন তৈল,সরিষা,বাদাম ও সূর্যমুখী চাষের ব্যবস্থা করেছি।

আমাদের কৃষকরা ইতিমধ্যে ধানের ফলনে তেমন একটা দাম না পাওয়ার কারনে অনেকটা স্থবিত হয়ে পড়েছে তাই বিনার সয়াবিন চাষের মাধ্যমে অধিক লাভবান হওয়ার পাশাপাশি সে তেল সরকার এখন কৃষকদের কাছ থেকে ক্রয় করার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন আগে আমাদের দেশের মানুষ নিজস্ব খেতের উৎপাদনের সরিষা,তিল তেল খেত সেসময়ে কয় জনের বড় ধরনের রোগ বালাই হয়েছে।

এখনতো আমরা বাজার থেকে তৈল কিনে খাচ্ছি যার ফলে হার্ড থেকে শুরু করে বিভিন্ন রোগে আমরা দিন দিন বেশী আক্রান্ত হচ্ছি।

মহাপরিচালক আরো বলেন সরকার (বিনা) পরমানু গবেষনার মাধ্যমে নতুন নতুন জাতের ফসলের বিজ উৎপাদন করার উপর গুরুত্ব দিয়েছে।

তাই আমরা যন্ত্রচালিত কৃষি চাষের ব্যবস্থা গ্রহন করেছে যাতে কৃষকদের জমিতে কাজে উপকার হয়।

আজ রবিবার (১২ই) জানুয়ারী দুপুরে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ হলে বরিশাল অঞ্চলের চাষ উপযোগী বিনা উদ্ভাবিত ডাল ও তৈল ফসলের চাষাবাদ কৌশল শীর্ষক কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রহমতপুর বিনা উপকেন্দ্রের কর্মকর্তা ড. মোঃ বাবুল আখতারের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ সামসুল আলম ও উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার সহ বেশ কয়েকজন কৃষক এখানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চলানা করেন (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল রানা।

কৃষি প্রশিক্ষণ কর্মশালায় বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা,উজিরপুর ও গৌরনদীর মাহিলাড়ার দেড় শতাধিক কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech