ডেস্ক নিউজ:
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না। অর্থাৎ এক বাসেই বাংলাদেশ থেকে শিলিগুড়ি-দার্জিলিং যাওয়া যাবে।
ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ থেকে দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হবে। সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না; যা আগে দরকার হতো।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বৈঠকে আঞ্চলিক নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা-শিলিগুড়ি-গ্যাংটক (সিকিম)-ঢাকা এবং ঢাকা-শিলিগুড়ি-দার্জিলিং-ঢাকা রুটে পরীক্ষামূলক বাস চালুর পরিকল্পনা করেছে ঢাকা।
২০১৫ সালের ১৫ জুনে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল মোটরযান চুক্তিতে স্বাক্ষর করে। চার দেশের মধ্যে অবাধ পণ্য ও যাত্রীসেবার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু পরবর্তীতে ভুটান চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ায় তা থমকে আছে।