আজ ১৩ জানুয়ারী ২০২০ খ্রিঃ তারিখ বরিশাল জেলার সরকারি কলেজ ও স্কুলের ছাত্রদের নিয়ে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ কেন্দ্র নির্মান প্রকল্পের সহায়তায় দিন ব্যাপী সেমিনার “উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ” এর আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উদ্বোধক ,প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে যোগদান করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম,
এসময় তিনি উপস্থিত ছাত্রদের নিয়ে এ সময় বর্তমান সময়ের বিশ্ব আলোচিত বিষয় জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন । ছাত্ররা জঙ্গীবাদ সম্পর্কে নানান প্রশ্ন উত্থাপন করেন এবং প্রশ্ন গুলোর উত্তর প্রদান র্পূবক সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন । একই সাথে বাংলাদেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত করতে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে পর্যালোচনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের এবং রেঞ্জ অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।