মোঃ শাহাজাদা হীরা:
বরিশালে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে। নগরীর কালীবাড়ি রোডস্থ জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী পৌষ মেলা আজ সমাপনী অনুষ্ঠান। মেলা শুরু হয়েছিলো ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায়।
আজ সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬ টায়, প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যদিয়ে তিন দিনব্যাপী পৌষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। আলোচক ছিলেন কবি ও নাট্যকার অধ্যাপক নজমুল হোসেন আকাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ বরিশাল মোঃ শাহ্ আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ বরিশাল শাখা অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা পৌষ মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলার ২৩ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা, পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক।