নিজস্ব প্রতিবেদক:
গত ১২ জানুয়ারী ২০২০ খ্রিঃ রবিবার রাত সাড়ে ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম বরিশাল নগরীর লঞ্চঘাট, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থানে শীতার্ত ও অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় মোঃ হাবিবুর রহমান প্রাং, পুলিশ সুপার (ফিন্যান্স এন্ড ডিসিপ্লিন), জনাব মোঃ ফয়েজ আহমেদ,অতিরিক্ত সুপার (পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত) রেঞ্জ অফিস, এবং জনাব মোঃ রকিব আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত) বরিশাল জেলা সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।