নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ২৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বুধবার রাত পৌনে ৮টায় বিমানের বিজি-০৮৫ ফ্লাইট তল্লাশিকালে বিজনেস ক্লাসের চারটি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো ও কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু পাওয়া যায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা জানায়, উদ্ধারকৃত ১২টি দণ্ড বিমানবন্দরের অভ্যন্তরে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে ২৪টি স্বর্ণবার পাওয়া যায়। যার প্রতিটির ওজন এক কেজি।
উদ্ধারকৃত স্বর্ণবারের মূল্য প্রায় ১৭ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।