নিজস্ব প্রতিবেদক:
জেলার গৌরনদী উপজেলার মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে বৃহস্পতিবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডের মাধ্যমে তিনশতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু। এসময় বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।