নিজস্ব প্রতিবেদক:
জেলার উজিরপুর উপজেলার শোলক গ্রামে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
মৃত শিশুর পরিববার সূত্রে জানা গেছে, শনিবার সকালে শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের পুত্র আরাফাত ছানী (৫) ও মারিয়া আক্তার (৩) সবার অজান্তে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আরাফাত ও মারিয়াকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি আরাফাতের পিতা ওবায়দুল হক নিশ্চিত করেন।