নিজস্ব প্রতিবেদক:
গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ ৬শ শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে ৬শ দুঃস্থ শীতার্ত পরিবার সদস্যদের কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জিয়াউর রহমান সিমুলের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মাহবুব চোকদার, আনন্দ টিভির ব্যুরো চীফ কাজী আল আমিন, বাংলা টিভির প্রতিনিধি এফএম নাজমুল রিপন, ৭১ টিভির প্রতিনিধি স্বপন দাস প্রমুখ।