নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর কাউনিয়া থানার ভাটিখানা বাজারের পান্থ সড়কে অভিযান চালিয়ে ১৩৫পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। শনিবার রাতে র্যাবের অভিযানে আটক পিযুষ কুমার দাস (৪০) পটুয়াখালীর লাউকাঠী এলাকার দিলিপ কুমার দাসের ছেলে।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাবের একটি বিশেষ দল ভাটিখানা বাজারের পান্থ সড়কে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও পিযুষকে হাতেনাতে আটক করে তারা। এ সময় তার দেহ তল্লাশি করে ১৩৫পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
জিজ্ঞাসাবাদ শেষে পিযুষকে ওই রাতেই নগরীর কাউনিয়া থানায় সোপর্দ করে র্যাব-৮’র ডিএডি মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানানো হয়েছে।