রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রচার শাখার দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব সূত্র জানিয়েছে।
র্যাব ২, ক্রাইম প্রিভেনশন কম্পানি ৩-এর কম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন আবু সালেহ ইমু (২২) ও শফিকুল ইসলাম সাইফ (৩১)। তাদের মধ্যে আবু সালেহ বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শফিকুল ইসলাম সাইফ পেশায় শিক্ষক ও বরিশাল বানারীপাড়ার উম্মাহ নেটওয়ার্ক অ্যান্ড ইবাদাহ ডটকমের পরিচালক।
তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী, বই ও ভিডিও নির্মাণ/ডাবিং ও অন্যান্য প্রচার সামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
এর আগে শুক্রবার বরিশাল কোতয়ালী মডেল থানায় বিএম কলেজ ছাত্র আবু সালেহ ইমুকে অপহরণ করা হয়েছে এই মর্মে সাধারণ ডায়েরী করেন ইমুর পিতা জসীম উদ্দিন। সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, বিএম কলেজের পিছন থেকে মোটরসাইকেল যোগে এসে ইমুকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দাবী করায় ১৫ হাজার টাকা দেয়া হয় বলে জানান জসীম উদ্দিন