নিজস্ব প্রতিবেদক:
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে আবারও মাঠে নামছেন কওমি মাদরাসা কেন্দ্রিক আলেমরা।
রোববার রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক কার্যালয়ে কওমি আলেমদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সরকারের ঘনিষ্ঠ আলেম হিসেবে পরিচিত মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ও মাওলানা রুহুল আমিনও উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনে ইতিপূর্বে গঠিত খতমে নবুওয়াত আন্দোলন সম্পর্কিত সব সংগঠন বিলুপ্ত ঘোষণা করে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ’ নামে কার্যক্রম পরিচালনায় একমত হন কওমি আলেমরা। আল্লামা শফীকে প্রধান করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ ছাড়া উপস্থিত আলেমরা আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ’-এর ব্যানারে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ উদ্দেশ্যে সব বিভাগীয় শহরে মহাসম্মেলন করে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকায় স্মরণকালের বৃহত্তম গণসমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।
দেশের কওমিপন্থী ছয়টি বোর্ড নিয়ে গঠিত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরাসহ শীর্ষ আলেমরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমীন, মহাসচিব মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষে মাওলানা আবু তাহের নদভী, সহকারী মহাসচিব মুফতি শাসমুদ্দীন জিয়া, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুহিব্বুল হক, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দ্বীনীয়া বাংলাদেশের সভাপতি মাওলানা আরশাদ রাহমানী, জাতীয় দ্বীনী শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মহাসচিব মাওলানা মোহাম্মাদ আলী।