কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শোকের মাসের ৩০ আগষ্ট শুক্রবার বিকালে কলাপাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে শহীদ শেখ কামাল স্মৃতি কম্পেøক্স এ জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মহিব্বুর রহমান মহিব।উপজেলা আ,লীগ ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা আ, লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেযারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর আ,লীগ সভাপতি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আ,লীগ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আ,লীগ সাবেক সহ সভাপতি অধ্যক্ষ ড: শহিদুল ইসলাম বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আ,লীগ যুগ্ম সাধারন সম্পাদক, মহিপুর ইউপি সাবেক চেয়ারম্যান আ: মালেক আকন, সংসদ সদস্যের সহ ধর্মিনী ফাতেমা আক্তার রেখা, পৌর আ,লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা আ,লীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলম প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেনম মো: মাসুম বিল্লাহ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগ উপজেলা সাধারণ সম্পাদক এ্যাড. সাঈদুর রহমান।