অনলাইন ডেস্ক: ভোলায় শহরের কদম আলী সড়কের (প্রেম রোড) বাইতুল নাজাত জামে মসজিদের বাথরুমের ছাদ থেকে ১৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এসব বোমা উদ্ধার করা হয়।
ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন মিয়া তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে ওই মসজিদের পরিচ্ছন্নকর্মী মো. শরীফুল ইসলাম মসজিদের বাথরুদের ছাদ পরিষ্কার করার সময় ছাদে একটি রঙের কৌটায় বালুসহ বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে ১৩টি ককটেল বোমা উদ্ধার করে।
তিনি আরও জানান, বোমাগুলো কোথা থেকে এখানে আসলো তা তদন্ত চলছে।