নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছায় মৈত্রী দাশ (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার পাইকগাছা পৌরসভায় এ ঘটনা ঘটে।
নিহত মৈত্রী দাশ পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মিলন দাশের মেয়ে। সে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পূর্ব মুহুর্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মৈত্রী। ঘটনাটি ঘটেছে তার পিশিমা হৈমন্তীর বাড়িতে। সে ওই বাড়িতে থেকে লেখাপড়া করত।
ওসি এমদাদুল হক শেখ বলেন, মৃত্যুর কারণ এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।