রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় সিটি কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঢাকা কলেজের একাদশ শ্রেণির পাঁচ ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ উঠে। পরে গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার চাখারী ধানমন্ডি থানায় সিটি কলেজের ৪ শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেন।
গ্রেফতার ছাত্ররা হলেন আশিকুর রহমান (১৭), সাব্বির আহমেদ (১৭), ইয়াসিন সরকার (১৭)। তাদেরকে তিন দিনের রিমান্ডে পেতে শুক্রবার আদালতে তুলে আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ।
ধানমন্ডি মডেল থানার ওসি হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের ঘটনায় আহতের এক শিক্ষার্থীর বাবার মামলায় তিনজনকে গ্রেফতার করেছি। গ্রেফতার ছাত্রদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে।