মুজিববর্ষে মোদিকে জানানো আমন্ত্রণ বাতিল চেয়ে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছে দেশের ছয়টি ইসলামপন্থী দলের নেতাকর্মীরা।একই সঙ্গে তারা ভারতের দিল্লির সহিংসতার ঘটনারও প্রতিবাদ জানাচ্ছেন।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, মুসলিম লীগ এবং ইসলামী ঐক্য আন্দোলনের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মুসল্লী সমবেত হয়ে মুজিববর্ষে মোদিকে আমন্ত্রণ বাতিল চেয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‘সাম্প্রদায়িক মোদি’, ‘জঙ্গি মোদি’, ‘হিন্দুত্ববাদী মোদি’ বলে স্লোগান দেন। সেই সঙ্গে মুজিববর্ষে মোদি বাংলাদেশে আসলে গোটা জাতির অপমান হবে বলে উল্লেখ করেন।
এই আন্দোলনের নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হোসাইন কাসিমী।
জুমার নামাজের আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বায়তুল মোকাররম মসজিদ ও আশেপাশের নিরাপত্তা জোরদার করেন। তবে বিক্ষোভে পুলিশ বাধা দেয়নি।