বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের সমাপনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার পরীক্ষায় মোট ৬১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরিচালনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী, শরীফ মো. হেলাল উদ্দিন ও রুমানা আফরোজ দায়িত্ব পালন করেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনায় সার্বক্ষণিক তদারকির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এলএলবি প্রথম বর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের জন্য জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।