চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তার নাম খাজে আহমেদ মজুমদার। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
গত শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। খাজে আহমেদ বর্তমানে নিজেকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য বলে দাবি করেন।
এ ঘটনার পর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির প্রধান সমন্বয়ক মো. শহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, খাজে আহমেদ মজুমদার আওয়ামী লীগের কেউ নন।
খোঁজ নিয়ে জানা যায়, ২৯ আগস্ট উপজেলার বালিথুবা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন খান ১০০০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় মূল মাদক ডিলারের নাম। ওই ডিলার হলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
এলাকাবাসী জানান, খাজে আহমেদের পেশিশক্তি ও তার অনুসারী মাদক সিন্ডিকেটের কারণে মুখ খুলতে পারছেন না কেউ। উপজেলার সর্বত্র মাদক নিয়ন্ত্রণ করছেন খাজে আহমেদ।