বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনার জেরে পঞ্চাশোর্ধ নারীর শ্লীলতাহানি ও লুটপাট করেন বখাটে সন্ত্রাসী হারুন

বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনার জেরে পঞ্চাশোর্ধ নারীর শ্লীলতাহানি ও লুটপাট করেন বখাটে সন্ত্রাসী হারুন

মোঃ মহিউদ্দিন আজিম বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ৬নং ওয়ার্ডের মোস্তফা দফাদারের সন্ত্রাসী ছেলে হারুন তারই প্রতিবেশী শাহজাহান পেদার স্ত্রী সহজ সরল মমতাজ ( ৫০) কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ব্যাপক মারধর, রক্তাক্ত জখম এবং শ্লীলতাহানি করেন।
সরেজমিনে গেলে জানাযায়, রোগী দেখতে মমতাজ বেগম তারই প্রতিবেশী সন্ত্রাসী হারুনের মাকে দেখতে তাদের ঘরে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে কানের দুল হারানোর অপবাদ দিয়ে তাকে বদ্ধ ঘরে আটক করে দেহ তল্লাশি করে কানের দুল না পেয়ে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মমতাজ কে রক্তাক্ত জখম করেন সন্ত্রাসী হারুন।
এ প্রতিবেদক কে কান্নাজড়িত কন্ঠে মমতাজ বলেন, হারুন আমার ছেলের মত কিন্তু ও আমাকে শুধু রড দিয়ে পিটিয়ে ক্ষান্ত হয়নি ও আমার শরীরের আপত্তিকর স্থানে হাত দিয়ে তল্লাশি করে। ওরা ওদের জিনিস ঘরের খাটের নিচে পায়। কিন্তু আমাকে পূর্বশত্রুতার জেরে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়।
মমতাজ বেগম আরও বলেন আমাকে রড দিয়ে পিটিয়ে বলে যদি একথা কাউকে বলিস তাহলে এখনি ছুড়ি দিয়ে কুপিয়ে মেরে ফেলব।
মমতাজ কে তার পরিবার অসুস্থ অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ অবস্থায় বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
মমতাজ কিছুটা সুস্থ হলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে মিমাংসা করে দেওয়ার প্রস্তাব করলে মমতাজ তাতে রাজি হয়। মমতাজ বলেন উপযুক্ত বিচার পেলে আমি মামলা তুলে নিব।
কিন্তু বিচারের দিন তারিখ ধার্য করা হলেও সন্ত্রাসী হারুন বিচারের দিন উপস্থিত না হয়ে রাত দশটার দিকে তার দলবল নিয়ে মমতাজের বসত ঘরে অতর্কিত হামলা চালায়। যার দরুন মমতাজ ও মমতাজের বৃদ্ধ শ্বাশুড়ি করফুন নেছা (৮৫) কে মারাত্মক ভাবে পিটিয়ে আহত করে। এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নলংকার ছিনিয়ে নিয়ে যায়।
বর্তমানে মমতাজ ও তার শ্বাশুড়ি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার খবর পেয়ে বোরহানউদ্দিন থানার ওসি ম, এনামুল হক তৎক্ষনাৎ এসআই মোঃ মামুন সহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠায় এবং ঘটনার সত্যতা যাচাই করে ও থানায় একটি লুটপাটের মামলা দাখিল করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech