আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে মুজিব বর্ষকে সামনে রেখে তৃণমুল জনগনের সেবা প্রদান ও করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করে ওপেন হাউজ ডে ও মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে থানা চত্তরে থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।
সভায় বক্তারা করোনা ভাইরাস সম্পর্কে জন সচেতনতা বাড়ানোসহ গন জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। প্রধান অতিথী অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার মুজিব বর্ষকে সামনে রেখে জনগনের সাথে পুলিশের সম্পৃক্ততা দৃঢ করার আহ্বান জানান। এসময় জনগনকেও পুলিশকে সহায়তার মাধ্যমে সেবা গ্রহনের আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমান।