আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
আগৈলঝাড়ায় বাল্যবিয়ে ও যৌণ সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা মুলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরামের উদ্যোগে উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ এর শিক্ষার্থীদের সাথে গতকাল বৃহস্পতিবার সকালে এই প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করতে লিফলেট বিতরণ করা হয়। পরে কলেজ হল রুমে জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরামের বরিশাল জেলা ফিল্ড কো-অর্ডিনেটর মো. মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী। কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুহা. গোলাম মোস্তফার সঞ্চালনায় এ্যাডভোকেসি সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষক ও নারী নেত্রী আভা মূখার্জি।