হোম কোয়ারেন্টাইনের শর্ত না মেনে বিয়ের আয়োজন করায় সাভারে জার্মানি ও পর্তুগালফেরত দুই যুবকের বিয়ে ভেঙে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সাভারের ডগরমোড়া ও আশুলিয়ার ধলপুর এলাকায় এসব বিয়ের আয়োজন ভেঙে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, পাঁচদিন আগে জার্মানি ও পর্তুগাল থেকে দুই যুবক সাভারে নিজ গ্রামের বাড়িতে আসেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হলেও সেটি না মেনে বিয়ের আয়োজন করেন। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বিয়ের পিঁড়িতে বসেছেন দুই প্রবাসী। পরে তাদের বিয়ে ভেঙে দেয়া হয়। সেই সঙ্গে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
এদিকে মানিকগঞ্জের হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে সাভারে ভাড়া বাসায় অবস্থান নিয়েছেন বিদেশফেরত মা-ছেলে। বিকেলে খবর পেয়ে ওই বাসা পরিদর্শন করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজ বলেন, গত ১৫ মার্চ ভারত থেকে মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়িতে আসেন ওই মা-ছেলে। সিংগাইর উপজেলা প্রশাসন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে। কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় অবস্থান নেন ওই মা-ছেলে। বৃহস্পতিবার বিকেলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই ভাড়া বাড়িতে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। তবে আমরা সতর্ক রয়েছি। মা ও ছেলে ভাড়া বাসায় এলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সাভারে বিদেশফেরত ২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা।