এসএ টিভির ২৭ জনরে চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষ ও সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানায়। সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকা এবং আগে নোটিশ না করে হঠাৎ চাকুরিচ্যুত বেআইনি বলে মনে করে সংগঠনটি । অবিলম্বে চাকরিচ্যুতিদের পুনর্বহাল এবং টেলিভিশনটির সব কর্মীর যাবতীয় বকেয়া পরিশোধ করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবী জানায় বিআরইউ।