কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় দ্বিধাবিভক্ত জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার দিনব্যাপী উভয় গ্রুপ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। সদররোডস্থ বিএনপি কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি আ: মালেক খানের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদ রাসেল মোল্লা সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সহসভাপতি, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির নেতা আলহাজ নুরুল হক মুন্সী, উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাড: হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: খলিলুর রহমান চুন্নু, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, যুবদলের নেতা আজিম, জাহাঙ্গীর আলম প্রমূখ। সভাশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলমা দলের নেতা মাওলানা নুরুল হক মুন্সী। অপর দিকে নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ূন সিকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক গাজী মো: ফারুক, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান টুটু, অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, এমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সাইদুর রহমান, যুবদল নেতা হারুন-আর-রশিদ, কামরুজ্জামান কাজল, অ্যাডভোকেট আবুল হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল সিকদার, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন গাজী প্রমূখ।