গাজী মোঃ মোশাররফ:
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন বোতরার খালে নির্মাণ হতে যাচ্ছে স্লুইস গেট। রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর, শ্যামপুর, বিরঙ্গল ও লোচনাবাদসহ বিভিন্ন গ্রামের কৃষকদের প্রাণের দাবি ছিল একটি স্লুইস গেটের। স্লুইস গেটটি নির্মাণ করা হলে উপকৃত হবে হাজার হাজার কৃষক ও ব্যবসায়ীরা। এদের দুর্ভোগ লাঘব করতে শিঘ্রই নির্মাণ হতে যাচ্ছে বোতরার খালের উপর স্লুইস গেট। এতে ঘুরে দাঁড়াবে কৃষকদের ভাগ্যের চাকা। গত ১৮ মে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম খালটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার কৃষকদের প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে। রঙ্গশ্রী ইউনিয়নের স্লুইস গেটটি নির্মাণ করে এখানকার কৃষক ও ব্যবসায়ীসহ সকল ভুক্তভোগীদের দুর্ভোগ লাঘব করবেন বলে আশ্বাস দেন। পরে গত রবিবার (০১ সেপ্টেম্বর) বরিশাল জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধান প্রোকৌশলী মোঃ সফিউদ্দিন সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, অতি শীঘ্রই স্লুইস গেটটি টেন্ডার হবে। এসময় রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন শিকদার, বরিশাল জেলা মহানগর যুবলীগ নেতা মাসুম হাওলাদার ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।