ক্যাম্পাস প্রতিনিধি:
করোনা ভাইরাস ( COVID-19) এর প্রাদুর্ভাবজনিত লক-ডাউনে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী পরিবারকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী চাল-ডাল-লবন-তেল-পিয়াজ-সাবান পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন”।
বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এবং বাঁধন, ফাউন্ডেশনের উদ্যোগে বাঁধন, শরীয়তপুর সরকারি কলেজ ইউনিট’র সহযোগিতায় প্রাথমিকভাবে শরীয়তপুর সদর উপজেলায় ৫৫টি পরিবারের প্রত্যেকটিকে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১কেজি তেল, ১কেজি পিয়াজ, ১কেজি লবণ, ১টি লাইফবয় সাবান, ১টি হুইল সাবান বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও শরিয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। আগামীকাল নড়িয়া উপজেলায় আরও ১০০টি পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে।
উক্ত খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ’র কার্যক্রমে সময়, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতার জন্য সকলকে বিশেষ ধন্যবাদ জানান বাঁধন পরিবার।