সরকারি ছুটির দশম দিনে বরিশাল মহানগরীতে সকাল থেকেই রাস্তায় নেমে আসে মানুষ। মনে হয় পরিস্থিতি যেন আগের মতোই স্বাভাবিক।
রিকশা-অটোরিকশা ভ্যানে, মটরসাইকেল ও সাইকেলে করে বেরিয়েছে রাস্তায়। মনে হয় নি যেন সরকারি কোনো নির্দেশনা আছে। এদিকে রাস্তায় বের হওয়া মানুষজনকে ঘরে ফেরাতে ব্যাপক কার্যক্রম চলছে সকাল থেকেই নগরীতে।
সেনাবাহিনীর বিশেষ টিম নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে রাস্তায় নেমে আসা মানুষজনকে সতর্ক করছেন। নির্দেশনা না মানা দোকানপাট গুলোর সাটার নামিয়ে দিয়েছেন। করেছেন জরিমানাও।
এছাড়াও নগরীর প্রত্যেকটি মোড়ে চেকপোষ্ট বসিয়ে রিক্সা, মোটর সাইকেল সার্চ এবং দুইজন কিংবা তিনজন দেখলেই তাদেরকে নামিয়ে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুজেলা প্রশাসের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হুদা জানান, আমরা বিভিন্ন স্থানে লোকজনকে সামাজিক দূরত্বের বিষয়টি বোঝাচ্ছি এবং যে সমস্ত দোকানপাট খোলা আছে তাদেরকে বন্ধ করে দিতেছি যারা শুনছেন না তাদেরকে জরিমানা করছি। রাস্তায় যারা ২-৩ জান যানবাহনে চলাফেরা করছেন তাদেরকে নামিয়ে দিচ্ছি।লিশ।
জেলা প্রশাসের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হুদা জানান, আমরা বিভিন্ন স্থানে লোকজনকে সামাজিক দূরত্বের বিষয়টি বোঝাচ্ছি এবং যে সমস্ত দোকানপাট খোলা আছে তাদেরকে বন্ধ করে দিতেছি যারা শুনছেন না তাদেরকে জরিমানা করছি। রাস্তায় যারা ২-৩ জান যানবাহনে চলাফেরা করছেন তাদেরকে নামিয়ে দিচ্ছি।