মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি:
বৃহসপতিবার সকালে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন আমতলী ওয়ার্ডের লোছা গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে -রাজেউন। তিনি দীর্ঘীদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। বিকালে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ।
এদিকে নিউমোনিয়ার কারনে শ্বাস কষ্ট থাকায় করোনা ভাইরাসে মৃত্যুর সন্দেহে আমতলী উপজেলা প্রশাসন তার বাড়ী লকডাউন করে দিয়েছে এবং চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়েছে। যতদিন পর্যন্ত তার নমুনা প্রতিবেদন না আসবে যতদিন পর্যন্ত বাড়ী লকডাউন থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন নিশ্চিত করেছেন।
আমতলীর প্রবীণ রাজনীতিবিদ জিএম দেলওয়ার হোসেনের মৃত্যুতে বরগুনা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, জেলা পরিষদ চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।