করোনাভাইরাসের উপসর্গ নিয়ে (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ওই ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার সেহাকাঠি এলাকার বাসিন্দা।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সকালে করোনার উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে করোনায় মারা যাওয়া ব্যক্তির মতো দাফন করা হবে।
করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।