বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩ কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তিন কর্মকর্তা হলেন- বিসিসির বাণিজ্য শাখার ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মো. আজিজুর রহমান, কর ধার্য শাখার এস্টেট কর্মকর্তা (অ্যাসেসর হিসেবে কর্মরত) মো. মাহবুবুর রহমান ও আইন শাখার আইন সহকারী মো. রফিকুল ইসলাম।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু।
এদিকে, সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমানে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, শঠতা ও মিথ্যাচারের মাধ্যমে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকার পরেও নিজেকে জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে তথ্য কমিশনের একটি শুনানিতে অংশ নেন। যা চাকরি বিধির নিয়ম বহির্ভূত এবং আচরণ বিধি ভঙ্গের শামিল। তাই তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আর এর জবাবও আগামী তিনদিনের মধ্যে দিতে বলা হয়েছে।
পৃথক তিনটি আদেশই জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার জন্যও বলা হয়েছে।