পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
দ্বিতীয় পর্যায়ের নমুনা সংগ্রহে তার করোনা পজিটিভ ধরা পড়ে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন। এ নিয়ে পটুয়াখালী জেলায় তাবলিগ জামাতের তিন সদস্যসহ মোট ১১ জন আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে করোনায় আক্রান্ত মো. দুলাল হাওলাদার (৩২) নামে এক গার্মেন্টস কর্মী গত ৯ এপ্রিল দুমকির শ্রীরামপুর নিজ বাড়িতে মারা যান। বর্তমানে জেলায় ১০ জন আক্রান্ত রয়েছে। এর মধ্যে রাঙ্গাবালীতে তাবলিগ জামাতের তিন সদস্যসহ ৪ জন, দশমিনায় ৩ জন, দুমকিতে ২ জন ও সদর উপজেলায় একজন রয়েছে।
পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম জানান, গত ২০ এপ্রিল একজন নারী উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তার দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। আক্রান্ত ওই নারী উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা তাঁর নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।