ঠাকুরগাঁওয়ে দুই সন্তানের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর পর নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন নুরবানু আক্তার (৩৫) নামে এক মা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রুহিয়া থানার ঘনি মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহত্যার চেষ্টা করা নুরবানু আক্তার ও তার দুই সন্তান নুরজামাল (১৮ মাস) এবং শাম্মী আক্তার (৬) বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নুরবানুর স্বামী সেলিম উদ্দীন বলেন, প্রতিদিনের ন্যায় সকালে কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে যাই। আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে স্ত্রী নিজেও বিষ খেয়েছে এমন খবর স্থানীয়রা জানালে আমি তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।
রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্বামীর সঙ্গে ঝগড়ার কারণে দুই সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে স্ত্রী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা বলা যাবে।