আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে নতুন প্রযুক্তির দুটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। রবিবার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান দু’জন কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন।
জানাগেছে, কৃষি কাজকে এড়িয়ে নেয়ার জন্য সরকার নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্ভাবন করেন। এই মেশিনে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করা যায়। সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমতলী উপজেলার দু’জন কৃষকের জন্য এ নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন সরবরাহ করেন। রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মনিরা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার ও একেএম নুরুল হক তালুকদার প্রমুখ।