বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনাভাইরাসের প্রাদূর্ভাব ও পবিত্র রজমান উপলক্ষ্যে পৌর এলাকার আওতাভুক্ত ৩৫টি মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে সাবেক চীফ ও স্থানীয় সাংসদ হুইপ আ.স.ম ফিরোজ এমপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় দিকে বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (জনতা ভবন) ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন বাউফল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন। মোসারেফ হোসেন খাঁন জানান,’ পৌর এলাকায় অবস্থিত মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে জনপ্রতি ৮কেজি চাল, ৩কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি পিয়াজ, ১কেজি তৈল ও একটি সাবান বিতরণ করা হয়েছ।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এসময় আরো উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করে বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক, বাউফল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, পৌর কাউন্সিলর মো. ফরহাদ হোসেন।