বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে অবৈধ পলিথিনসহ ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আটক

বরিশালে অবৈধ পলিথিনসহ ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আটক

বরিশাল নগরীতে ৫বস্তা অবৈধ পলিথিন ছিনতাইয়ের অভিযোগে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির কমান্ডার সহ দু’জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন নামে একজন পালিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানাধীন আমানতগঞ্জ ফাঁড়ি।

আটককৃতরা হলো- নগরীর পলাশপুর বৌ বাজার এলাকার বাসিন্দা মৃত নায়েক আব্দুল মজিদ কমান্ডারের ছেলে ও বরিশাল মহানগর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন কমান্ডার এবং আমানতগঞ্জ এলাকার বাসিন্দা অটোরিক্সা চালক আক্কাস হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমানতগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এসআই) সবুর খান জানান, পাঁচ বস্তা অবৈধ পলিথিন যে কোন একটি পরিবহনে ঢাকা থেকে নগরীর নথুল্লাবাদে নিয়ে আসা হয়।

সেখান থেকে একটি ইজিবাইকে করে অবৈধ ওই পলিথিন নগরীর নতুন বাজার এলাকায় নিয়ে যেতে বলা হয়। ইজিবাইকটি নতুন বাজারে পৌছালে নাসির উদ্দন ও তার সাথে থাকা শিপন নামের ব্যক্তি নিজেদের সিআইডি পরিচয় দিয়ে অটোরিক্সা বোঝাই ৫বস্তা পলথিন ছিনতাই করে আমানতগঞ্জের নির্জন এলাকায় নিয়ে যায়।

এসআই সবুর বলেন, নাসির, অটোচালক ও পলাতক শিপন যোগসাজসে অবৈধ পলিথিন ছিনতাই করেছে। খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’জনকে আটক করা গেলেও শিপন পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech