এনামুল হক রিংকু লালমোহন ( ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম ভোলা লালমোহন ও তজুমদ্দিন এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর পৃষ্ঠপোষকতায় দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টরস সেফটি চেম্বার ও করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ শুভ উদ্বোধন করেছেন, ভোলা-৩ ( লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
(৩ মে) রবিবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে উদ্বোধন কালে এমপি শাওন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সারা বিশ্ব আজ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে লন্ডভন্ড হয়ে মানুষ আজ দিশেহারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ আমরা করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে যাচ্ছি। যাদের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ভুগছেন তারা লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টরস সেফটি চেম্বার ও করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ বিয়ে ডাক্তার দেখাবেন। ডাক্তারগণ আপনাদের নমুনা সংগ্রহ করবেন। নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠাবেন। টেস্টে আপনার করোনা ভাইরাস আছে কিনা তা আপনাকে ফোনে জানিয়ে দিবেন। আপনারা দরকার ছাড়া ঘরের বাহিরে বের হবেন না। অযথা রাস্তায় ঘোরাঘুরি করবেন না।
একে অপরের সাথে দূরত্ব বজায় রাখবেন। আপনিও সুরক্ষিত থাকুন। অন্যকেও কেউ সুরক্ষিত রাখুন। এসময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন , পরিকল্পনা কমিশন ( আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ) সচিব জনাব মো: আবুল কালাম আজাদ, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান প্রমূখ।