বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুরোধে রোববার থেকে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসে বন্ধ রাখার ঘোষনা দিয়েছে মালিক সমিতি।
শনিবার রাত পৌনে ১২টায় চকবাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক শেখ আব্দুর রহিম এই ঘোষনা দেন।
এসময় তিনি বলেন, জীবন ও জীবিকার মধ্যে জীবনকে প্রাধান্য দিয়ে ঈদ উপলক্ষে দোকানপাট দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আহ্বানে সারা দিয়ে নগীরর কালিবাড়ি রোডস্থ বাসভবনে বৈঠকে বসেন মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় মেয়র করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে জনস্বার্থে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান। মেয়রের এই আহ্বানে সারা দিয়ে তারা ঐক্যমত প্রকাশ করেন।
এসময় মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, মূলত করোনা সংক্রমন থেকে নগরবাসী ও বরিশালবাসীকে রক্ষার জন্য ব্যবসায়ীদের এই অনুরোধ জানান। অনুরোধ রক্ষা করায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, নগরীর চকবাজার, কাঠপট্টি, লাইনরোড , হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতী এলাকায় ৫ শতাধিক দোকান রয়েছে। ঈদ কেনাকাটায় প্রতিবছর নগরবাসী এখানেই ভির জমিয়ে থাকেন।