বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দেশে পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় সকলে যে যার অবস্থান থেকে খালি জায়গায় চাষাবাদ করতে হবে-এমপি শাওন

দেশে পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় সকলে যে যার অবস্থান থেকে খালি জায়গায় চাষাবাদ করতে হবে-এমপি শাওন

এনামুল হক রিংকু লালমোহন(ভোলা)প্রতিনিধি:
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সকলকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলতে হবে । নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখুন। এ ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য সবাই সতর্ক থাকুন। রমজানে যাতে খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকে সে দিকেও নজর দেওয়া হচ্ছে। রবিবার (১০ মে) লালমোহনের উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রমাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে কোভিড-১৯ মোকাবেলায় আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপির পক্ষ থেকে রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন মিয়ার আয়োজনে প্রায় ৫ শ
কর্মহীন অটো চালক ও মোটর সাইকেল চালক পরিবারের  মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, করোনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আল্লাহর রহমতে আমরা করোনা যুদ্ধেও জয় হবো ইনশাআল্লাহ । দেশে পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় সকলে যে যার অবস্থান থেকে খালি জায়গায় চাষাবাদ করতে হবে। এদিকে
রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন মিয়া ওমরা হজ্ব পালনের টাকা দিয়ে এসকল কর্মহীন অটো চালক ও মোটর সাইকেল চালকদের মাঝে ত্রাণ দিয়ে  সহযোগিতা করায় মোঃ জামাল উদ্দিন মিয়াকে ধন্যবাদ জানান, আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি । অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন মিয়া জানান, তিনি এ বছর ওমরা হজ্ব পালন করার নিয়ত করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে তিনি ওমরা পালন না করে সেই অর্থ দিয়ে ৫শ কর্মহীন পরিবারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের  চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব  ফখরুল আলম হাওলাদার , ফরাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি জনাব ইশাকুর রহমান জাফর হাওলাদার,রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক খালেক মাস্টার, রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রিন্স প্রমূখ ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech