পটুয়াখালী প্রতিনিধি:
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৩মে) বিকাল ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া ও ঢনঢনিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ওই সহায়তা বিতরণ করা হয়।
বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) ও সরকারের উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল সরেজমিনে ওই ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন।
এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল আজীজ, উপজেলা পরিণদের ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিনন পালওয়ান, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫০ জন ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান ইত্যাদি উপহার হিসেবে প্রদান করা হয়। ডিএলআরসি জামীল বলেন, আম্পপানের ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সার্বক্ষণিক রয়েছে। সরকারের পক্ষ হতে তাদেরকে সবধরণের সহযোগিতা করা হবে।