গতকাল রাতে (বুধবার) বরগুনার আমতলী উপজেলায় কালকৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকার ২৫/৩০টি বসতঘর সম্পূর্ণ ও আশিংক বিধ্বস্থ হয়েছে।
জানাগেছে, গতকাল বুধবার রাত ১০ টার দিকে প্রবলবেগে কালবৈশাখী ঝড় আমতলীতে আঘাত হানে। এ ঝড়ের স্থায়ীত্ব ছিল ৩০/৩৫ মিনিট। শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৫/৩০ টিন শেডের ঘর সম্পূর্ন ও আংশিক বিধ্বস্থ হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভূক্তভোগিরা। চাওড়া কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনশেডের ঘর সম্পূর্ন বিধ্বস্থ হয়েছে, কুকুয়া ইউনিয়নের ৫টি ঘর সম্পূর্ন বিধ্বস্থ হয়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে ২৬টি ঘর ভেঙ্গে পরেছে। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির তালিকা নিরূপনের কাজ চলছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।