লঞ্চ সার্ভিস চালু হওয়ার পর প্রথম দিনে যাত্রীদের শারিরীক দূরত্ব না মেনেই পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে দুইটি লঞ্চ ছেড়ে গেছে।
বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে এম ভি পারাবত- ১৪ এবং মর্নিংসান-৯ নামের লঞ্চ দুটি হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায়। প্রথম দিনে টার্মিনালে যাত্রীদের চাপ ছিল খুব বেশি।
তবে যাত্রীরা ফেসমাস্ক পরিধান করলেও, শারিরীক দূরত্ব মানার দিকে তাদের কোন আগ্রহই লক্ষ্য করা যায়নি। লঞ্চ চলাচলের সার্বিক বিষয় সম্পর্কে জানতে বিকেলে লঞ্চ টার্মিনালে যান পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
তবে যাত্রীদের স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে লঞ্চঘাট কর্তৃপক্ষ।