পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি এলাকায় ট্রাকচাপায় মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক হোসেন নিহত হয়েছেন। এ সময় আরো ৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন হানিফ সরদার (৪৫), কিবরিয়া হাওলাদার (৩৫), ভুবন রায়ের পুত্র জগদিশ রায় (২৮) ও নুর ইসলাম (৫০)। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে পিরোজপুরগামী একটি ট্রাক কলবাড়ি এলাকায় এসে একটি ব্যাটারী চালিত অটোকে চাপা দেয়। এসময় অটোতে থাকা ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় আরো ৪ জন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং ৪জন আহত হয়েছে।